Friday, November 24, 2023

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

 পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় খড়িবাড়ির বাতাসীতে এই উৎসবে উদ্বোধন হয়। 


তিন দিনের এই উৎসবে উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িবাড়ির প্রধান পরিমল সিনহা ও কর্মাদক্ষ প্রদীপ মিশ্রা সহ অন্যান্যরা।‌‌ তবে মঞ্চে এদিন দেখাই মিলল না শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ খড়িবাড়ির বিডিও, খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রানীগঞ্জ পানিশালী প্রধান ও আধিকারিকদের। 


পরে মেয়র জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান।‌‌ এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আর এই অনুষ্ঠানে কে আছে কে নেই তা জানি না আমাকে জানানো হয়েছিল তার জন্য এসেছি। তবে আগামীকাল থেকে মানুষের ভিড় হবে। এদিন নেপালী গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। আগামীকাল যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

 বন্দুক নিয়ে নয়, হাতে কাস্তে নিয়ে! একেবারে অন্য মুডে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকার। পুলিশ আধিকারিকের এই ছবি দেখতেই খুশি চাষীমহলে।


 ফাঁসিদেওয়ায় কান্তিভিটা এলাকায় ধানের জমিতে ধান রোপন করার পর ধান পাকতেই ধান কাটতে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। এদিন চাষীদের কাছে থেকে কাস্তে নিয়ে ধান কাটেন তিনি। তবে এবিষয়ে কিছু বলতে চাননি সার্কেল ইন্সপেক্টর।


 জমির মালিক হরিচরণ সিংহ জানান, কাঁদা দিয়ে রোপন করেছিলেন তিনি। ধান কাটার সময় তিনি আসার কথা বলার পর আজ নিজে এসে ধান কাটার কাজ করেন সার্কেল ইন্সপেক্টর।

Saturday, November 18, 2023

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

 বাসের ছাদে অবৈধভাবে কাঠের আসবাবপত্র পাচার বানচাল করল বনদপ্তর। কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র আটক করল বাগডোগরা বনদপ্তর।


 গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরা ৩১নং জাতীয় সড়কে একটি বাস আটক করে বনদপ্তর। ঘটনায় লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়। ঘটনায় বাসের চালক ও সহ চালককে আটক করার পর জিজ্ঞাসাবাদের শেষ ব্যক্তিগত বন্ডে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়িতে এই আসবাবপত্র নিয়ে যাওয়ার কথা ছিল। তবে আসবাবপত্রের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি বাস চালক।


 কার্শিয়াঙ ডিভিশনের এডিএ‌ফ‌ও ভূপেন বিশ্বকর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার আসবাবপত্র আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা

Wednesday, November 15, 2023

খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে পাকিস্তানী গ্রেফতার

খড়িবাড়ির পানিট্যাঙ্কির পাকিস্তানী গ্রেফতার

 খড়িবাড়িতে এবার পাকিস্তানি গ্রেফতার! ভারত নেপাল সীমান্তে পাকিস্তানী মহিলা ও এক কিশোর গ্রেফতার ! অবৈধভাবে ভারতে প্রবেশের আগে এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ানের জ‌ওয়ানদের হাতে আটক করা হয় পাকিস্তানী মহিলা ও এক কিশোর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পর ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। নেপালের ভিসা থাকার পর কেন ভারতে প্রবেশ করল পাকিস্তানি উত্তরের সন্ধানে পুলিশ। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ধৃত মহিলা ও কিশোর এক অপরের মা ও ছেলের সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। 

Saturday, May 6, 2023

সিদ্ধান্তের পার্থিব শরীর! শোকের ছায়া! কাল শেষকৃত্য

সিদ্ধান্তের পার্থিব শরীর! শোকের ছায়া! কাল শেষকৃত্য

 কাশ্মীরে রজৌরি সেক্টরে জঙ্গি হামলায় শহীদ হ‌ওয়া দার্জিলিংয়ের বিজনবাড়ির ছেলে সিদ্ধান্ত ছেত্রীর পার্থিব শরীর ফিরল জেলায়। গতকাল শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয় ৫ সেনার। এর মধ্যে শহীদ হন সিদ্ধান্ত ছেত্রী। সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে ৯ প্যারা এসকে কর্মকত ছিলেন। শেষ দুমাস আগে বিয়ে করার পর তিনি কাজে যোগ দেন। ৫ দিন আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় সিদ্ধান্তের। এদিন দিল্লি থেকে বাগডোগরা সেনাবাহিনীতে পার্থিব শরীর আসার পর ব্যাঙডুবিতে শেষ শ্রদ্ধা জানান সেনাবাহিনীর জ‌ওয়ানরা। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়। আগামীকাল বিজন বাড়িতে সশ্রদ্ধাতে শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এদিন ব্যাঙডুবিতে শেষ শ্রদ্ধা জানান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।

Friday, May 5, 2023

কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদ জেলার বীর সন্তান

কাশ্মীরে জঙ্গী হামলায় শহীদ জেলার বীর সন্তান

 ফের কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হলেন দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (২৫)। শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। এর মধ্যে সিদ্ধান্ত দার্জিলিং জেলার। জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন আরো একজন। সিদ্ধান্ত ২০১৯ সালে প্রথমে প্যারা কামান্ডো ও পরে প্যারা এসকেতে কর্মকত ছিলেন। গত ১৪ এপ্রিল বিয়ে শেষ করে কাজে যোগ দিয়েই শহীদ হলেন সিদ্ধান্ত। সিদ্ধান্তের মৃত্যুতে শোকের ছায়া বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়।

সীমান্তে ঘোরাঘুরি করা হস্তিশাবকের মৃত্যু!

সীমান্তে ঘোরাঘুরি করা হস্তিশাবকের মৃত্যু!

 অসুস্থ হয়ে মৃত্যু হল হস্তিশাবকের। নকশালবাড়ির কলাবাড়ি সংলগ্ন মেচী নদী চর থেকে উদ্ধার হ‌ওয়া হস্তিশাবকের মৃত্যু হল। গতকাল মেচী নদী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর হস্তিশাবককে উদ্ধার করে চিকিৎসা সেবা প্রদান করে। আজ শুক্রবার কলাবাড়ি বিট অফিসে মৃত্যু হল হস্তিশাবকের। বনদফতর সূত্রে খবর ১৫-২০দিনের এই হস্তিশাবক দলছুট হয়ে উদ্ধার করার পর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল। হস্তিশাবকের পেটে আলসার থেকে সংক্রমিত হয়ে পড়ায় মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে। আজকেই মৃত হস্তিশাবকের শেষকৃত্য করা হবে।