পেহেলগাঁও জঙ্গি হামলার নিহতদের এবং ভারত - পাকিস্তান যুদ্ধে বীর যোদ্ধাদের কুর্ণিশ জানাতে পদযাত্রা করল নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পানিঘাটা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, আইএনটিটিউইসি জেলা সভাপতি নির্জল দে,
নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস ও মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীরা। কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং ভারত - পাকিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি দুর্মুশ করেছে বীর যোদ্ধারা তাদের কুর্ণিশ জানাতে এই পদযাত্রা বলে জানান নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়।