Sunday, May 18, 2025

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

 

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

পেহেলগাঁও জঙ্গি হামলার নিহতদের এবং ভারত - পাকিস্তান যুদ্ধে  বীর যোদ্ধাদের কুর্ণিশ জানাতে  পদযাত্রা করল নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পানিঘাটা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, আইএনটিটিউইসি জেলা সভাপতি নির্জল দে, 

নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস ও মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীরা।  কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং ভারত - পাকিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি দুর্মুশ করেছে বীর যোদ্ধারা তাদের কুর্ণিশ জানাতে এই পদযাত্রা বলে জানান নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়।

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

 

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল খড়িবাড়িতে। রবিবার খড়িবাড়িতে শহীদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয়। পরে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এদিন আগামী দিনে সংগঠনের রুপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, 

গোটা রাজ্যে ২লক্ষ সদস্য সংখ্যা বেড়ে ৩৪ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে। যা পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি। স্থায়ী কাজের দাবিতে এই জেলা সম্মেলন হচ্ছে। দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজের চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে। কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রোরাল বন্ড করে জাল ঔষধ দিয়ে মুনাফা লুটবে। যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী।

Friday, May 16, 2025

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

 

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের! মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩। নকশাবাড়ির টুকরিয়া মোড়ে পুলিশের অভিযানে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার সহ উদ্ধার ২ লক্ষ ৬৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে মাদক হাতবদলের খবর পেয়ে নকশালবাড়ি টুকরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ৩ জন যুবককে আটক করে পুলিশ। আটকদের তল্লাশি চালিয়ে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মাদক কারবারের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বিশ্বনাথ বর্মন (২২), নকশালবাড়ির টুকরিয়ামোড় বাসিন্দা, নন্দন বাসফোর তোতারাম জোত এবং বিশাল গুরুং শান্তিনগরে বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে বিশ্বনাথের বাড়িতেই এই মাদকের কারবার চলত। এই ঘটনায় বিশ্বনাথের পরিবারের সদস্যরাই যুক্ত রয়েছে।

Wednesday, May 14, 2025

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

 

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশী যুবক। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার বাংলাদেশী যুবক। ধৃতের নাম মহম্মদ হৃদয় খান, বাংলাদেশের নাটোর জেলার বাসিন্দা। 

এস‌এসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশ থেকে বিমানে নেপাল নামার পরে সার্বিয়া যাওয়ার প্ল্যান ছিল। যদিও ফাঁদে পড়ে ধৃত নেপালেই কাজে যুক্ত হয়ে ভারতীয় এক যুবকের সহায়তায় ভারতে আসতে গিয়ে ধরা পড়েন। 

ধৃতকে আজ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Saturday, May 10, 2025

সেনাছাউনির পাশে সন্দেহভাজন, ধরা পড়ল বাংলাদেশি প্রাক্তন গোয়েন্দা!

 

সেনাছাউনির পাশে সন্দেহভাজন, ধরা পড়ল বাংলাদেশি প্রাক্তন গোয়েন্দা!

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হল এক বাংলাদেশী প্রাক্তন গোয়েন্দাকে। বাগডোগরা এমএম তরাই এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের নজরে আসতেই ভারতীয় সেনার ব্যাঙডুবি সেনা ছাউনিতে খবর দিলে সেনাবাহিনীর ৫ এফওডি সেনাকর্মীরা  বাংলাদেশীকে আটক করে। 

পরে তাকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত আশরাফুল আলম বাংলাদেশের রংপুর জেলার বাদরগছ এলাকার বাসিন্দা। ধৃত নিজেকে বাংলাদেশি গোয়েন্দা পরিচয় দিয়েছেন দেওয়ায় সন্দেহ বাড়ছে। জানা গিয়েছে ৬ মাস আগে বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন। ধৃতের কাছে কোনো পরিচয়পত্র পায়নি পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেবে পুলিশ।

Wednesday, May 7, 2025

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

 

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হলেন মৌসুমী পাল। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুলের মৌসুমী ৪৮৮ পেয়ে রাজ্যে দশম। ফলাফল পেয়েই খুশী মৌসুমী ও তার পরিবার। স্কুলে মিষ্টিমুখের মৌসুমীকে। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে ভালো বিচারক হয়ে সমাজের সেবা করবে মত মৌসুমী। ব্যাটারি বিক্রেতার মেয়েই এই রেজাল্টে খুশী গোটা বিধাননগর। 

৪৮৮ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করা মৌসুমী পালকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ। পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়লো বলে জানান তিনি। 

এদিন মৌসুমিকে তার ফলের জন্য মুখ্যমন্ত্রী তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামানিক। স্কুলে এসে মৌসুমিকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোনে মৌসুমীকে ধন্যবাদ জানান।

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

 

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

দেশব্যাপী মকড্রিলের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি। নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুলে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। এদিন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের উপস্থিতিতে বিমান হানা হোক বা শত্রুর আক্রমণ কিংবা আহতদের উদ্ধার থেকে নিজেদের সুরক্ষা করার মকড্রিল এদিন শেখানো হয় শিক্ষার্থীদের। 

জঙ্গী হামলা হোক বা বিপদ কোন সময়ে কি কি করা দরকার তা হাতে কলমে তুলে ধরেন এস‌এসবি জ‌ওয়ানরা। ভারত নেপাল সীমান্তে এই স্কুলে মকড্রিল, সাইরেন শব্দে এদিন চলল মকড্রিল। যেকোনো পরিস্থিতিতে এই মকড্রিল কাজে দেবে মত শিক্ষার্থীদের। সাইরেনের শব্দ ও বিভিন্ন পদ্ধতি যা নিজের ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে শিক্ষার্থীরা জানান। অন্যদিকে এস‌এসবির উদ্যোগে এই মকড্রিল। এই শিক্ষা শিক্ষার্থীদের সাবলম্বী করার পাশাপাশি আগামী দিনেও বিদ্যালয়ে করা হবে। অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাসের।