Friday, November 8, 2024

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

 

খড়িবাড়ি সীমান্তে জাল আধারের চক্র, ঘটনায় গ্রেফতার এক জন!

খড়িবাড়ি : সীমান্তে জাল আধার চক্র নতুন নয়। নেপালের নাগরিকদের টাকার বিনিময়ে আধার কার্ড বানানো খবর পেয়ে খড়িবাড়ির বাতাসির বদরা জোতে অনলাইন সেন্টারে হানা দেয় পুলিশ। এসডিপিও নেতৃত্বে খড়িবাড়ি থানার পুলিশ এদিন হানা দিয়ে ৩টি আধার কার্ড সহ একাধিক নথিপত্র উদ্ধার করে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ডডিক্স এবং প্রিন্টার। 

ঘটনার গ্রেফতার করা হয় সোনাই সরকারকে। এর আগে গতবছর ২রা অক্টোবর ফাঁসিদেওয়ার এক বাংলাদেশীকে ভারতীয়  প্রমাণপত্র বানিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার হন সোনাই। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই আধারের ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ।

Thursday, November 7, 2024

বেসরকারি রিসটের গেটে চাপা পড়ে কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে।

 

বেসরকারি রিসটের গেটে চাপা পড়ে কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে।

নকশালবাড়ি : বেসরকারি রিসটের গেটে চাপা পড়ে কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বীরসিং জোতে। বুধবার রাতে বেসরকারি এই রিসটে এক কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতের নাম সুরজ লামা সে শিবখোলার বাসিন্দা। জানা গিয়েছে, গত ৩ মাস থেকে এই রিসটে কুকের কাজ করত সুরজ। এদিন লোহার গেট শরীরের ওপর পড়েই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে মৃতের পরিবারের অভিযোগ, শরীরের ওপর গেট পড়লে শুধু মাথায় চোট! 

পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। গোটা ঘটনায় বেশকয়েক জন জড়িত থাকতে পারে বলে বিষ্ফোরক অভিযোগ মৃতের শ্বশুরের। পাল্টা রিসটের মালিক দাবি, খাবার খেতে এসে লোহার গেট চাপা অবস্থায় দেখতে পাই। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর নকশালবাড়ি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন এসডিপিও নকশালবাড়ি ও সিআই নকশালবাড়ি। 

রিসট হ‌ওয়ার পরেও নিরাপত্তা রক্ষী ও সিসিটিভি খারাপ থাকায় রিসটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। পরে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে রাখা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ পরিস্কার হবে। মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে ফরেনসিক দল আসতে পারে। তেমনি ঘটনাস্থলে নমুনা সংগ্রহ না করা পর্যন্ত পুলিশী নিরাপত্তা করা হয়েছে।

Thursday, August 29, 2024

সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

 

সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র!

খড়িবাড়ি : সীমান্ত এলাকায় এসএসবি অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ঘটনায় গ্ৰেপ্তার ৪ জন। খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি চেকপোস্ট এলাকায় বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এসবি ৪১ নং ব্যাটেলিয়নের জত্তয়ানরা। ঘটনায় একটি পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে একটি দেশি পিস্তল উদ্ধার হয়। ঘটনায় ৪ জনকে আটক করে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেয় এসএসবি।ধৃতরা হল বিকাশ দাস ,নারায়ন দাস ও শ্যামল রায় সকলে জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বাসিন্দা এবং চন্দন রায় ধুপগুড়ির বাসিন্দা। হাতবদল করতে এসেই  এসএসবির সন্দেহ হ‌ওয়ায় এই সাফল্য বলে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদের রীমান্ডে এনে আরো কারা জড়িত রয়েছে? গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ।

ডাকাতির ছক বানচাল করে ৬ জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।

 

ডাকাতির ছক বানচাল করে ৬ জনকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।

বাগডোগরা : ফের বড়সড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে, বাগডোগরা জংলি বাবা মন্দির মোড় থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৬ জনকে গ্রেফতার করলে পুলিশ। 

জানা গিয়েছে,  গতকাল সন্ধ্যায়, ১০ থেকে ১২ জন দুষ্কৃতি ডাকাতির অস্ত্রশস্ত্র নিয়ে বাগডোগরা জংলি বাবা মন্দিরের মোড়ে জড়ো হয়েছিল কেষ্টপুর সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযানে নেমে ছয় জনকে গ্রেফতার করে। 

বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।ধৃতদের পরিচয় , নরেন বর্মন, 24, ধিরাজ রায় , 25 স্বপন সূত্রধর , 25, এমডি রহমান , গোঁসাইপুর, রূপসিং জোতের বাসিন্দা । প্রকাশ টিগ্গা ,28, কৃষ্ণ মিঞ্জ , 24, মুনি চা বাগান এলাকার বাসিন্দা । 

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।ধৃতদের রিমান্ডে নিয়ে পুরো ঘটনার সঙ্গে আরো কে বা কারা জড়িত রয়েছে তদন্ত নামবে বাগডোগরা থানার পুলিশ।

Friday, November 24, 2023

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

তিনদিনব্যাপী জেলা লোক সংস্কৃতি উৎসব খড়িবাড়িতে

 পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শুক্রবার সন্ধ্যায় খড়িবাড়ির বাতাসীতে এই উৎসবে উদ্বোধন হয়। 


তিন দিনের এই উৎসবে উদ্বোধনে উপস্থিত ছিলেন খড়িবাড়ির প্রধান পরিমল সিনহা ও কর্মাদক্ষ প্রদীপ মিশ্রা সহ অন্যান্যরা।‌‌ তবে মঞ্চে এদিন দেখাই মিলল না শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ খড়িবাড়ির বিডিও, খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি রানীগঞ্জ পানিশালী প্রধান ও আধিকারিকদের। 


পরে মেয়র জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান।‌‌ এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আর এই অনুষ্ঠানে কে আছে কে নেই তা জানি না আমাকে জানানো হয়েছিল তার জন্য এসেছি। তবে আগামীকাল থেকে মানুষের ভিড় হবে। এদিন নেপালী গান ও আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়। আগামীকাল যাত্রাপালা অনুষ্ঠিত হবে।

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

চোর ধরাই শুধু নয়! এই কাজে দেখেন অবাক অনেকেই

 বন্দুক নিয়ে নয়, হাতে কাস্তে নিয়ে! একেবারে অন্য মুডে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। হাতে কাস্তে নিয়ে ধান কাটছেন নকশালবাড়ি সার্কেল ইন্সপেক্টর সুদীপ্ত সরকার। পুলিশ আধিকারিকের এই ছবি দেখতেই খুশি চাষীমহলে।


 ফাঁসিদেওয়ায় কান্তিভিটা এলাকায় ধানের জমিতে ধান রোপন করার পর ধান পাকতেই ধান কাটতে দেখা মিলল সার্কেল ইন্সপেক্টরকে। এদিন চাষীদের কাছে থেকে কাস্তে নিয়ে ধান কাটেন তিনি। তবে এবিষয়ে কিছু বলতে চাননি সার্কেল ইন্সপেক্টর।


 জমির মালিক হরিচরণ সিংহ জানান, কাঁদা দিয়ে রোপন করেছিলেন তিনি। ধান কাটার সময় তিনি আসার কথা বলার পর আজ নিজে এসে ধান কাটার কাজ করেন সার্কেল ইন্সপেক্টর।

Saturday, November 18, 2023

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

যাত্রীবাহী বাসে কাঠের আসবাবপত্র! তদন্তে বনদপ্তর

 বাসের ছাদে অবৈধভাবে কাঠের আসবাবপত্র পাচার বানচাল করল বনদপ্তর। কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র আটক করল বাগডোগরা বনদপ্তর।


 গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরা ৩১নং জাতীয় সড়কে একটি বাস আটক করে বনদপ্তর। ঘটনায় লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়। ঘটনায় বাসের চালক ও সহ চালককে আটক করার পর জিজ্ঞাসাবাদের শেষ ব্যক্তিগত বন্ডে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়িতে এই আসবাবপত্র নিয়ে যাওয়ার কথা ছিল। তবে আসবাবপত্রের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি বাস চালক।


 কার্শিয়াঙ ডিভিশনের এডিএ‌ফ‌ও ভূপেন বিশ্বকর্মা জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার আসবাবপত্র আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা