Thursday, March 27, 2025

নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস।

 

নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস।

দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের চা বাগানের কিশোরীদের সচেতনতা করতে নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস। 

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা,হাতিঘিষা গ্ৰাম পঞ্চায়েত প্রধান কেথরিন তামাং সহ অন্যান্যরা। 

কিশোরীদের সচেতনতা করতে বিভিন্ন নাটকের মাধ্যমে বাল্য বিবাহ সহ নানান বিষয় তুলে ধরে সংগঠনের সদস্যরা । এই সচেতনতা মূলক অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। সমাজে দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের যে কাজ করে তা ফুটে উঠেছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। 

অন্যদিকে মহকুমার বাগান এলাকা থেকে প্রায় ৫০০ জন কিশোরীরা এসেছে। বাল্য বিবাহ, নারী পাচারের সচেতনতা পাশাপাশি যাতে নিজেকে শক্তিশালী গড়ে তুলতে পারে তাই এই অনুষ্ঠান বলে জানান জেলা কর্ডিনেটার কৌশিক রায় চৌধুরী ।

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

 

আলোহীনের আলো ফেরাতে এক পদক্ষেপ, নকশালবাড়ি লায়ন্স ক্লাবের!

নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার সহযোগিতায় চক্ষু শিবির অনুষ্ঠিত হল নকশালবাড়িতে। বৃহস্পতিবার নকশালবাড়ি থানা প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে মোট ১০০জন চক্ষু পরীক্ষা করান। 

উপস্থিত ছিলেন লায়ন্সের সভাপতি কৌশিক আর্চায্য, নরেন্দ্র প্রসাদ, প্রহ্লাদ কুমার বিশ্বাস, দেবপ্রসাদ ভৌমিক, নিমাল্য বিশ্বাস, বানোয়ারি লাল মহেশ্বরী, বিজয় আগ‌র‌ওয়াল, রাজ কুমার মোদী, পবন আগর‌ওয়াল সহ অন্যান্যরা। কৌশিক আর্চায্য জানান, প্রতি মাসে শেষ বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। 

শিবিরে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। ছানির সমস্যা থাকলে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে ছানি পরীক্ষা করা হয় রোগীদের। পাশাপাশি বিভিন্ন টেস্ট করা হয় এদিনের শিবিরে। আগামী এপ্রিল মাসে মেগা ক্যাম্প আয়োজিত করা হবে বলে তিনি জানান।

বেকারত্বের বিরুদ্ধে লড়াই, উত্তরকন্যার পথে যুব সমাজের ঐক্যবদ্ধ অভিযাত্রা!

 

বেকারত্বের বিরুদ্ধে লড়াই, উত্তরকন্যার পথে যুব সমাজের ঐক্যবদ্ধ অভিযাত্রা!

রাত পোহালেই ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান! তার আগে বৃহস্পতিবার খড়িবাড়িতে ডিওয়াইএফআই কর্মীদের সাথে ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্যরা।

এইদিন খড়িবাড়ির লোকাল কমিটির কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। অভিযানের প্রস্তুতি সম্পর্কে মীনাক্ষী মুখার্জি বলেন, "উত্তরবঙ্গের যুবসমাজ আজ তাদের অধিকারের দাবিতে সোচ্চার। 

বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অবনতি - এই সমস্ত সমস্যার সমাধান চেয়েই আমাদের এই অভিযান।

Wednesday, March 26, 2025

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

 

ডিম ও সবজির বিল বকেয়া, বিলের দাবিতে ঘেরাও খড়িবাড়ি সিডিপিও অফিস!

ডিসেম্বর মাস থেকে ডিম ও সবজির বিল পায়নি অঙ্গন‌ওয়াড়ি কর্মীরা। বুধবার বিলের দাবিতে খড়িবাড়ি সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। এদিন সিডিপিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করে সংগঠনের অভিযোগ স্মার্টফোন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। 

শুধু তাই নয় দেওয়া হয়নি ইনসেনটিভ ও রিচার্জের বিল। এই অবস্থায় ১৪ মাস ডিজিটাল স্ট্রাইক করা হয়েছে। এই স্ট্রাইক করেই ডিসেম্বর থেকে ডিম ও সবজির বিল বিল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। দ্রুত বকেয়া বিল পরিশোধ না করা হলে আগামী এপ্রিল মাস থেকে প্রতি সেন্টারে ডিম ও সবজি বন্ধ করার হুঁশিয়ারি  পশ্চিমবঙ্গ অঙ্গন‌ওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। তবে বিষয়টি নিয়ে জেলাশাসককে জানানো হয়েছে। দ্রুত বকেয়া বিল পরিশোধ করা হবে মত সিডিপিও দাওয়া দর্জি শেরপার।

Sunday, March 23, 2025

চা বাগানের শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নকশালবাড়িতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

 

চা বাগানের শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নকশালবাড়িতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

ভারতীয় মজদুর সংঘের অন্তভূর্ক্ত বঙ্গীয় চা মজদুর সংঘের রাজ্যস্তরীয় কমিটি গঠন ও একাধিক সমস্যা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হল নকশালবাড়ির হাতিঘিসায়। 

এদিন চাবাগানে বোনাস সমস্যা মেটানো, পিএফে অচলাবস্থা, চা শ্রমিকদের পড়ুয়াদের জন্য স্টাইপেন দাবি, চা শ্রমিকদের ৫ ডেসিমিল জমি সমস্যা ও ৩০ শতাংশ জমিকে টি ট্যুরিজম নিয়ে এদিন আলোচনা করা হয়। 

এদিন উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের রাজ্য সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য, ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কনভেনার কনভেনার প্রনয় শেরপা, প্রদেশ সংযোজক বিজয় ওঁরাও, 

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রদেশ অধ্যক্ষ মিহির হালদার সহ অন্যান্যরা। এদিন রাজ্যস্তরীয় কমিটি গঠন করে আগামী দিনে সংগঠনের রুপরেখা নিয়ে আলোচনা করা হয়।

১০ বছরের বেহাল রাস্তা, অবশেষে উন্নয়নের পথে নতুন সূচনা, রাস্তার শিলান্যাস হল নকশালবাড়িরতে

 

১০ বছরের বেহাল রাস্তা, অবশেষে উন্নয়নের পথে নতুন সূচনা, রাস্তার শিলান্যাস হল নকশালবাড়িরতে

রাস্তার শিলান্যাস করে বিজেপির সাংসদ ও বিধায়কদের নাম না করে কটাক্ষ করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ! উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় ২.৬০ কোটি টাকায় পেভার্স ব্লক রাস্তার শিলান্যাস হল নকশালবাড়ির কিলারাম জোত গ্রাম! 

রবিবার কিলারাম জোতের রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত এই রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ! ২.৩ কিলোমিটার এই রাস্তা তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা মিটবে। উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির হ সভাপতি সজনী সুব্বা, 

মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ, এস‌এসবি অতিরিক্ত কমান্ডেন্ট সহ অন্যান্যরা। এদিন নাম না করে বিজেপির বিধায়ক ও সাংসদকে কটাক্ষ করে সভাধিপতি জানান,ভোট নিয়েও এলাকার উন্নয়নে কোনো কাজ করছে না এরা।  ১০ বছর ধরে বেহাল অবস্থা ছিল এই রাস্তা।

Wednesday, March 12, 2025

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

 

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এসএসবি আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। এমনকি টোটো চেপে সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

এরপর গৌড়সিং জোত এসএসবি ক্যাম্পে "আমার গ্রাম" কর্মসূচিতে অংশ নেন রাজ্যপাল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতেই এই কর্মসূচি, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

ভুয়ো ভোটার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উপাচার্য ও আচার্য। একইসঙ্গে জাতীয় শিক্ষানীতিকে 'গেম চেঞ্জার' আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ভারত বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা পাবে।