দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের চা বাগানের কিশোরীদের সচেতনতা করতে নকশালবাড়ি আদিবাসী মাঠে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবস।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা,হাতিঘিষা গ্ৰাম পঞ্চায়েত প্রধান কেথরিন তামাং সহ অন্যান্যরা।
কিশোরীদের সচেতনতা করতে বিভিন্ন নাটকের মাধ্যমে বাল্য বিবাহ সহ নানান বিষয় তুলে ধরে সংগঠনের সদস্যরা । এই সচেতনতা মূলক অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালো লাগছে। সমাজে দার্জিলিং মেরি ওয়ার্ড সোস্যাল সেন্টারের যে কাজ করে তা ফুটে উঠেছে বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা।
অন্যদিকে মহকুমার বাগান এলাকা থেকে প্রায় ৫০০ জন কিশোরীরা এসেছে। বাল্য বিবাহ, নারী পাচারের সচেতনতা পাশাপাশি যাতে নিজেকে শক্তিশালী গড়ে তুলতে পারে তাই এই অনুষ্ঠান বলে জানান জেলা কর্ডিনেটার কৌশিক রায় চৌধুরী ।