করোনার আবহে রক্তের সংকট মেটাতে রবিবার খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানিগঞ্জ পানিশালি-২ অঞ্চলের শ্যামধনজোত হাইস্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশোরি মোহন সিংহ, নাসিম খান, ভবতোস মন্ডল, অমৃত মন্ডল সহ অন্যান্যরা। সমস্ত সংগ্রহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
0 Comments: