অসহায় মানুষদের জন্য আহার নিয়ে এগিয়ে এল খড়িবাড়ি ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও শিলিগুড়ি ফেনস্ ক্লাব ও দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস।
রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলের থানঝোরা চা বাগানে ২০০০ মানুষের খাবার তুলে দেওয়া হয়। আহারের মধ্যে ছিল ভাত, মাংস, সব্জি, পাপড় ও অন্যান্য।
উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুন্তল রায়, খড়িবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশোরি মোহন সিংহ, বুড়াগঞ্জ অঞ্চল যুব তৃনমূল কংগ্রেস সভাপতি জয়ন্ত এক্কা, প্রদীপ মিশ্র, সৌরজীৎ দাস সহ অন্যান্যরা।
0 Comments: