আলাদা উত্তরবঙ্গ নিয়ে বির্তকিত মন্তব্য করার ঘটনায় মঙ্গলবার বাগডোগরায় বিজেপি সাংসদ জন বার্লার কুশপুত্তলিকা দহন করা হয়। এদিন নকশালবাড়ি ১ যুব তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাগডোগরা বিহার মোড়ে কুশপুত্তলিকা দহন করে।
যুব তৃণমূল নেতা স্বাগত ঘোষ জানান, শান্তিপূর্ণ বাংলা অশান্তি দানা বাধাতে চাইছে এরা। সম্পূর্ণ বিজেপির মদতে বাংলা ভাগের চক্রান্ত চলছে। উত্তরবঙ্গ শান্তির জায়গা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরবঙ্গের উন্নয়ন হচ্ছে ও আগামী দিনেও উন্নয়ন হবে বলে তিনি জানান।
0 Comments: