পরে বিশেষ নিরাপত্তা সহ দলটি কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে নির্বাচনের পরে রাজ্যের বিজেপি কর্মীদের ব্যাপক আক্রমণ নেমে আসে বলে অভিযোগ ওঠে বিরোধী দলের পক্ষ থেকে।
এ ব্যাপারে থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি । রাজ্য মানবাধিকার কমিশন ও কোন উদ্যোগ নেয় নি। সম্প্রতি রাজ্যপাল উপদ্রুত অঞ্চল ঘুরে গিয়ে কেন্দ্রকে একই রিপোর্ট দেয়।
এর পরেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, অভিযোগ খতিয়ে দেখবে জাতীয় মানবাধিকার কমিশন। এদিন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ডিএসপি রাজবীর সিং , কুলবির সিং, লাল বাহাদুর, কুলয়ান্ত সিং সহ আট সদস্যের প্রতিনিধিদল বাগডোগরা বিমানবন্দরে আসেন।
পরে তারা দুর্গতদের সঙ্গে কথা বলতে কুচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের কাছে এই প্রতিনিধি দলের কেউই মুখ খুলতে চান নি।*
0 Comments: