গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান চালিয়ে ডোডা সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম বিলাল শেখ। সে নদীয়া জেলার বাসিন্দা।
বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মুরালিগঞ্জে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানের আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ২০০ কেজি ডোডা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা এবং উদ্ধার হওয়া ডোডাগুলো নদীয়া থেকে নিয়ে আসা হয়েছিল।
রবিবার ধৃতকে আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
0 Comments: