খড়িবাড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে তক্ষক সহ গ্রেফতার ৩জন যুবক। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে এসএসবি ৪১ ব্যাটেলিয়ান জওয়ানরা সীমান্তে টহলদারীর চালানোর সময় তক্ষক সহ তিনজনকে গ্রেফতার করে।
ধৃতরা সকলেই নকশালবাড়ির বাসিন্দা। ধৃতদের নকশালবাড়ি থানায় পর শারীরিক পরিক্ষা করে রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
0 Comments: