Saturday, June 26, 2021

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হল খড়িবাড়ির পানিট‍্যাঙ্কিতে

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হল

 রাজ‍্যের বিভিন্ন প্রান্তের মতো বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানা পুলিশ। এদিন সমাজ থেকে নেশাদ্রব্য মুক্ত করার অঙ্গীকার করা হয়। হাতে প্ল‍্যাকার্ড নিয়ে পুলিশ থেকে সাধারণ মানুষরা এদিন পানিটাঙ্কির বিভিন্ন রাস্তার পরিক্রমা। 

শোভাযাত্রার মাধ্যমে নেশামুক্ত সমাজ ফিরে পাওয়ার ডাক দেওয়া হয়। মিছিলটি পানিট্যাঙ্কি ফাঁড়ি থেকে শুরু হয়ে সমগ্র পানিট্যাঙ্কি পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন খড়িবাড়ি থানার ওসি সুমন কল্যান সরকার, পানিট্যাঙ্কি ফাঁড়ি ওসি অনুপ বৈদ‍্য সহ অন্যান্য পুলিশ কর্মী।

Previous Post
Next Post

post written by:

0 Comments: