Friday, June 25, 2021

মাদকের সঙ্গে স্বামী ও স্ত্রী গ্রেফতার, সাফল‍্য পেল খড়িবাড়ি পুলিশ

মাদকের সঙ্গে স্বামী ও স্ত্রী গ্রেফতার, সাহায্য পেল খড়িবাড়ি পুলিশ

 মাদক দ্রব্য নিয়ে ক্রমাগত কড়াকড়ি শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। 

শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি পুলিশ টিম পানিট‍্যাঙ্কির রামধন জোতে হানা দিয়ে ৫০গ্রাম ব্রাউন সুগার ও মাদক মাপার মেশিন সহ ২জনকে গ্রেফতার করেছে। 

ধৃতরা দুজনেই স্বামী ও স্ত্রী বলে জানা গিয়েছে। ধৃতদের এনডিপিএস আইনে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

 ধৃতদের নাম অরুণ বর্মন ও রত্না বর্মন। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: