মাদক দ্রব্য নিয়ে ক্রমাগত কড়াকড়ি শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি পুলিশ টিম পানিট্যাঙ্কির রামধন জোতে হানা দিয়ে ৫০গ্রাম ব্রাউন সুগার ও মাদক মাপার মেশিন সহ ২জনকে গ্রেফতার করেছে।
ধৃতরা দুজনেই স্বামী ও স্ত্রী বলে জানা গিয়েছে। ধৃতদের এনডিপিএস আইনে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
ধৃতদের নাম অরুণ বর্মন ও রত্না বর্মন। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে।
0 Comments: