Saturday, June 26, 2021

কৃষি আইন বাতিলের দাবিতে সাইকেল মিছিল নকশালবাড়িতে

কৃষি আইন বাতিলের দাবিতে সাইকেল মিছিল নকশালবাড়িতে

 দিল্লিতে দীর্ঘদিন ধরে অবিরাম চলা কৃষক আন্দোলনের সমর্থনে শনিবার হাতিঘিসা থেকে নকশালবাড়ি পর্যন্ত সাইকেল মিছিল করল সংগ্রামী কিষাণ সভা। এদিন ২০টি বেশী সাইকেলে দলীয় পতাকা ও শ্লোগান মুখরিত করে ৫কিলোমিটার ব‍্যাপি এই মিছিলে কৃষি আইন বাতিলের দাবি করা হয়। 

পাশাপাশি জমি মাফিয়াদের দৌরাত্ম্য বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। দীপু হালদার জানান, কৃষি আইনের নামে কৃষক সমাজকে শেষ করতে চাইছে কেন্দ্র। কৃষকদের পাশে থেকে কৃষি আইন বাতিলের দাবি করেন তিনি।

 পাশাপাশি নকশালবাড়ি জুড়ে জমি কেলেঙ্কারি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের হুশিয়ারি দেন ও সুরজবড়ের ১০৫ একর জমি নিয়ে আগামী দিনে কৃষকদের পাশে থাকবেন বলে তিনি জানান।

Previous Post
Next Post

post written by:

0 Comments: