ফের বড়সড় সাফল্য পেল নকশালবাড়ি থানার পুলিশ। ১০০ বোতল নেশাযুক্ত কাফ সিরাফ সহ ৪ যুবককে গ্রেফতার করল পুলিশ। গতকাল গভীর রাতে নকশালবাড়ি এশিয়ান হাইওয়ে-২ জাতীয় সড়কের রাইস মিল এলাকা থেকে অভিযান চালিয়ে এই সাফল্য নকশালবাড়ি পুলিশ।
ধৃতদের এনডিপিএস আইনে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবু রায়, মহম্মদ নিজামুল, মির মিরাজ আখতার, নিতাই চৌধুরী। ধৃতরা নকশালবাড়ি, বিহার ও খড়িবাড়ির বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
0 Comments: