আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস, কোটি টাকার মাদক সহ গ্রেফতার নকশালবাড়ির যুবক
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বড়সড় সাফল্য পেল এসএসবি ৮ ব্যাটেলিয়ান টিম। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নকশালবাড়ি ব্লকে বাগডোগরার পানিঘাটা মোড়ে মারুতি সুজুকি গাড়ির ভেতর থেকে থেকে ৮৬০গ্রাম ব্রাউন সুগার, ১কেজি ৬০গ্রাম আফিম, ৩৬০টি ইয়াবা টেবলেট সহ ২জনকে আটক করা হয়। ধৃতরা হল মনোজ আচার্য্য বাড়ি নকশালবাড়ি রায়পাড়া ও আলাবিন ইন্দোয়ার বাড়ি বেলগাছি চা বাগান এলাকায়। পরে ধৃতদের বাগডোগরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
0 Comments: