Tuesday, June 29, 2021

সাফল্য পেল খড়িবাড়ি পুলিশ, উদ্ধার চুরি হ‌ওয়া বাইক

সাফল্য পেল খড়িবাড়ি পুলিশ, উদ্ধার চুরি হ‌ওয়া বাইক

 বাইক চুরির তদন্তে নেমে সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ। গত কয়েকদিন আগে বাই চুরির অভিযোগে দায়ের পর মঙ্গলবার খড়িবাড়ির সংলগ্ন থেকে বাইক উদ্ধার করে পুলিশ। ঘটনায় দুজন গ্রেফতার আছে। ধৃতদের নাম মহম্মদ সাকির বাড়ি গলগলিয়া ও মহম্মদ আলাউদ্দিন বাড়ি ঠাকুরগঞ্জ। প্রসঙ্গত, খড়িবাড়ির সোনাপিন্ডি থেকে বাইক চুরির ঘটনা আসার পর তদন্তে নেমে সাফল্য পায় খড়িবাড়ি পুলিশ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: