Thursday, June 24, 2021

নকশালবাড়িতে এবার কনটেনমেন্ট জোন

নকশালবাড়িতে এবার কনটেনমেন্ট জোন

 ক‍রোনার সংক্রমণ রুখতে রাজ‍্যে চলছে লকডাউন। লকডাউনের জেরে রাজ‍্যে কমছে সংক্রমণের গ্রাফ। এই অবস্থায় মাইক্রো সংক্রমন এলাকায় সংক্রমন রুখতে শুরু হচ্ছে কনটেনমেন্ট জোন। নকশালবাড়ি ব্লকের বাগডোগরায় ক্রমাগত করোনার সংখ্যা বৃদ্ধির ঘটনায় বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিবেকানন্দ পল্লী ও রুপসিং জোতকে কনটেনমেন্ট জোন করা হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে এই দুই এলাকায় ব‍্যরিকেড করে লাল রিবন লাগানো হয়। স্থানীয় বাসিন্দারা জানান, করোনার সংক্রমন রুখতে এই কনটেনমেন্ট করা হয়েছে। আগামী এক সপ্তাহ এই কনটেনমেন্ট থাকবে। কনটেনমেন্ট জোনের মধ্যে স্বাভাবিক জীবনযাপন চলবে না বলে জানা গিয়েছে। এর আগে দার্জিলিং জেলায় ১৮টি এলাকায় কনটেনমেন্ট করা হয়। গতকাল থেকে নতুন কনটেনমেন্ট লিস্ট জারির পর নকশালবাড়ি ব্লকে কনটেনমেন্ট জোন হল এই দুই এলাকা।

Previous Post
Next Post

post written by:

0 Comments: