Monday, June 28, 2021

চা বাগান অধ‍্যুষিত এলাকায় মহিলাদের সচেতনতায় এগিয়ে এল নবারুণ

চা বাগান অধ‍্যুষিত এলাকায় মহিলাদের সচেতনতায় এগিয়ে এল নবারুণ

 স‍্যানিটারি ন‍্যাপকিন করা শুনলেই লজ্জা লাগে অধিকাংশ মানুষদের মধ্যে। তবে মহিলাদের অত‍্যন্ত প্রয়োজনীয় এই ন‍্যাপকিন হাতে এগিয়ে গ্রামীণ এলাকায় মহিলাদের সচেতনতা বৃদ্ধি করছে নবারুণের সদস‍্যরা।

 রবিবার ছুটির দিন বাগডোগরা সংলগ্ন কেষ্টপূরের  চা বাগান অধ্যুষিত প্রান্তিক গ্রাম ভৈরাডাঙ্গি ও তারাবাড়ি এলাকায় মহিলা, মেয়েদের মধ্যে অসচেতনতা দূর করার পাশাপাশি সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। 

মহিলা ও মেয়েদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন/প্যাড সম্পর্কিত সচেতনতা বার্তা,ব্যবহার সম্পর্কিত বার্তা পৌঁছনোর মাধ্যমে তাদের কে এক প্যাকেট করে স্যানিটারি প্যাড তুলে দেওয়া হয়।

চা বাগান অধ‍্যুষিত এলাকায় মহিলাদের সচেতনতায় এগিয়ে এল নবারুণ


এদিন নবারুণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নার্স দিদি মৌমিতা মন্ডল ও সঙ্গীত লাকরা এছাড়াও সুদীপ্ত বিশ্বাস,স্নেহা চাকলাদার, সুদীপ্তা কুন্ডু এবং অঙ্কিতা ঘোষ,অর্চিতা রায়, শালিনী দাস, শ্রেষ্ঠা তালুকদার।

 এছাড়াও কেষ্টপুর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয় বিবিনি মুর্মু,রিয়া বিশ্বাস,ডিম্পল ঘোষ,বনিতা মোদক এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ,দার্জিলিং জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: