উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তের সংকট মেটাতে রবিবার নকশালবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নকশালবাড়ি তৃণমূল কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে ১৬৭ ইউনিট রক্ত দাতারা রক্তদান করেন যা রেকর্ড সংখ্যক। মহিলা থেকে যুব সকলেই লাইন দাঁড়িয়ে রক্তদান করেন।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রঞ্জন সরকার, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিকাশ সরকার, জেলা যুব সভাপতি কুন্তল রায়, জেলা মুখপাত্র বেদব্রত দত্ত, শ্রমিক ইউনিয়নের সভাপতি অরুপ রতন ঘোষ, রাজেন সুনদাস, পৃথ্বীশ রায়, ক্যাপ্টেন নলীনী রঞ্জন রায়, অরুণ ঘোষ সহ অন্যান্যরা।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্দশে অনুপ্রাণিত হয়ে যুবরা এই রক্তদান করেন বলে বিকাশ সরকার জানান।
কোচবিহারের রক্তদানের রেকর্ড নকশালবাড়ির যুবরা ভাঙল বলে রঞ্জন সরকার জানান।
0 Comments: