Saturday, June 26, 2021

স্মৃতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করল বিজেপি

স্মৃতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করল বিজেপি
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি দিবস উপলক্ষে শনিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ফাঁসীদেওয়া বিধান সভা এবং মাটিগাড়া- নক্সালবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় ৮০০টি চারাগাছ লাগানো হয়। 

উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রবীণ আগর‌ওয়াল, ফাঁসীদেওয়া বিধান সভার বিধায়ক দূর্গা মুর্মু ,ন্যাশনাল কাউন্সিল মেম্বার গনেশ দেবনাথ ,জেলার সাধারণ সম্পাদক মনোরঞ্জন মণ্ডল, সহ-সভাপতি বানী পাল এবং সম্পাদক সাম্য মুখার্জি সহ অন্যান্যরা।
 

Previous Post
Next Post

post written by:

0 Comments: