Friday, June 25, 2021

পথ দূর্ঘটনায় মৃত্যু হল নকশালবাড়ির এক যুবকের

পথ দূর্ঘটনায় মৃত্যু হল নকশালবাড়ির এক যুবকের
স্কুটি নিয়ন্ত্রণ না করতে পেরে নকশালবাড়ি টোলপ্লাজায় স্পিডব্রেকারে ধাক্কা লেগে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম অমৃত কেরকেট্টা(২২) বাড়ি নকশালবাড়ির রায়পাড়ায়। 

জানা গিয়েছে, নকশালবাড়ি থেকে মাটিগাড়ার উদ্দেশ্য যাওয়ার সময় স্কুটি চালক দ্রুতগতিতে ছিলেন। টোলপ্লাজার মেনলাইন দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডব্রেকারে ধাক্কা দেয়।

 ঘটনাস্থলে রক্তাক্ত জখম হলে টোলপ্লাজারর সদস্যরা যুবককে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নকশালবাড়ি জুড়ে।
 

Previous Post
Next Post

post written by:

0 Comments: