খড়িবাড়ির তেলেঙ্গা জোতে এবার একান্নবর্তী হেঁশেল
অসহায় পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে এগিয়ে এল একান্নবর্তীর হেঁশেল। মঙ্গলবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের তেলেঙ্গা জোতে শতাধিক মানুষের হাতে রান্না করা খাবার দেওয়া হয়। এর আগেও নকশালবাড়ি বাগান, কিরণচন্দ্র চা বাগান ও সিঙ্গিঝোড়া বাগানে খাবার বিতরণ করা হয় উপস্থিত ছিলেন।জেলা তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, মহিলা নেত্রী অনিন্দিতা পাল, খড়িবাড়ি তৃণমূল যুব সভাপতি কিশোরীমোহন সিংহ, জয়ন্ত এক্কা সহ আরো অনেকেই।
0 Comments: