Wednesday, June 30, 2021

অল্পের জন্য বেঁচে গেলেন নকশালবাড়ির দুইজন

অল্পের জন্য বেঁচে গেলেন নকশালবাড়ির দুইজন

 ১০০ দিনের কাজে গিয়ে বিদ্যুৎ এর ছলকে আহত ২জন। বৃহস্পতিবার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের ভারত নেপাল সীমান্তের ঝাপুজোতে এই ঘটনা। 

আহতরা নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হ‌ওয়ায় নকশালবাড়ির এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকেই এই এলাকায় বর্জবিদ‍্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। 

আহতরা হলেন ছায়া মল্লিক(৫১) ও বিকাশ বর্মন(১৮) দুজনেই ঝাপুজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দুজনের একটি টিম অসু্স্থদের দেখা করেন।

Previous Post
Next Post

post written by:

1 comment:

  1. 2nd column numbers 5 to 32 cost forty chips each to complete. Based on the placement of the numbers on the layout, the variety of chips required to "full" a quantity could be decided. Final four, for example, is a 4-chip bet and consists of one chip placed on each of the numbers ending in four, that's four, 14, 24, and 34. The tiers bet is also be|can be} called the "small series" and in some casinos "series 5-8". The French fashion desk with a wheel within the centre and a layout on either facet is never discovered exterior of Monte 카지노사이트.online Carlo. The sum of all the numbers on the roulette wheel is 666, which is the "Number of the Beast".

    ReplyDelete