Thursday, June 24, 2021

ভ‍্যাকসিন না পেয়ে পথ অবরোধ করল বাগডোগরাবাসীরা

ভ‍্যাকসিন না পেয়ে পথ অবরোধ করল বাগডোগরাবাসীরা

 ভ‍্যাকসিন ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এবার এশিয়ান হাইওয়ে-২ জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ করল শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার একাংশ মানুষরা। সাধারণ মানুষরা জানান, ৮৪দিন পার হলেও দ্বিতীয় ডোজ ভ‍্যাকসিন পাওয়া যাচ্ছে না। ভ‍্যাকসিনের জন্য হাসপাতালে এলেও ভ‍্যাকসিন নেই বলে ঘুরতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা স্বপন সাহা জানান, ভোর ৪টায় বৃষ্টি নিয়ে হাসপাতালে গিয়ে হাসপাতাল বলছে ভ‍্যাকসিন হবে না‌। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই এদিন পথ অবরোধ করা হয়। পরে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষদের বুঝিয়ে পথ অবরোধ তুলে নেয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: