খড়িবাড়িতে ফের শক্তি বৃদ্ধি হল তৃণমূলের
২১এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর ক্রমশ বিভিন্ন দলে ভাঙণ শুরু হয়েছে। এই মত রবিবার খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ-২ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে জামাতুল্লা বুথে ৬৬ টি পরিবার বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বিনু পণ্ডিত , প্রাক্তন প্রধান ভবতোষ মণ্ডল, ব্লক সভানেত্রী পপি সাহা, বর্ষিয়ান নেতা মুকুল সরকার, বুথ সভাপতি সঞ্জয় সরকার, যুব অঞ্চল সভাপতি অমৃত মণ্ডল সহ অন্যানরা। এই যোগদান দলের শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে বলে দলীয় সূত্রে খবর।
0 Comments: