শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি অনিল সাহা চলে গেলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ নিয়ে থাকার পর শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনি। বামপন্থী কৃষক আন্দোলনের জনপ্রিয় নেতা হিসেবে কর্মীদের মধ্যে পরিচয় ছিল তার।
তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কৃষক সমাজ থেকে বামপন্থী কর্মী সমর্থক, শিলিগুড়ি ও শিলিগুড়ি মহকুমা এলাকার বহু মানুষরা। এদিন তার মৃত্যুর খবর পেয়ে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান অশোক ভট্টাচার্য সহ বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তিন।
0 Comments: