এবার উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যপাল
আগামীকাল সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দিচ্ছেন রাজ্যপাল। আগামী সাতদিন তিনি উত্তরবঙ্গে থাকবেন রবিবার বিকেলে রাজ্যপালের ট্যুইটারে জানানো হয়েছে, ৭দিনের জন্য উত্ততরবঙ্গ সফরে আসছেন তিনি। ২১ জুন দুপুর ১.৪০ মিনিটে বাগডোগরায় পৌঁছবেন তিনি। সেখান থেকে কালিম্পং হয়ে দার্জিলিংয়ে যাবেন ধনখড়। বাগডোগরায় নেমে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে রাজ্যপালের।
0 Comments: