Sunday, June 27, 2021

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

বর্ষায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক। রবিবার নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরার ক্ষুদিরামপল্লী এলাকায় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কিছুই পরিবারের সদস্যদের হাতে ত্রিপাল তুলে দেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। 

পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের হাতে করোনার মারণব‍্যধির হাত থেকে রক্ষা পেতে স‍্যানিটাইজার ও মাস্ক তুলে দেন।
 

Previous Post
Next Post

post written by:

0 Comments: