করোনার প্রথম ঢেউয়ের দিন থেকে কাজ করার উদ্যোগ আজও চলছে ক্রমাগত। সামাজিক সংগঠন হিসেবে কাজ করা মানুষের পাশে ও গুজরাট নিবাসী ফুলমন্তি গৌরের সহযোগিতায় মঙ্গলবার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়া থাকা পানিঘাটার চা বাগানের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হয়।
এদিন ৭৫ জন শিশুর হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয় যৌথ উদ্যোগে। আমুল দুধ,কেক,বিস্কুট,ফলের জুস,কলগেট,তুথব্রাশ,সাবান, চকলেট,হরলিস্ক, ম্যাগি থেকে শুরু করে একাধিক জিনিশপত্র দেওয়া হয়।বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারের শিশু দের হাতে তুলে দেন মানুষের পাশে সংগঠনের জীশু দও সহ অন্যানরা।
জীশু দত্ত জানান এটা আমাদের অভিনব প্রয়াস। আমরা আগামী দিনে চা বাগানের শিশু দের জন্য এই ধরনের কাজ আরো বেশি করো করবো।করোনার এই অবস্থায় শিশুদের প্রোটিন জাতীয় খাবার এর প্রযোজন রয়েছে বলে তিনি জানান।
0 Comments: