পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবস 'ডক্টরর্স ডে' হিসেবে পালন করা হয়। ভারতে জাতীয় চিকিৎসক দিবসে সকল চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য।
এই মত বৃহস্পতিবার খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানায় খড়িবাড়ি ব্লক ছাত্র পরিষদের সদস্যরা। উপস্থিত ছিল যুব তৃণমূলের সদস্যরাও।
অন্যদিকে একই ভাবে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের সম্মান প্রদর্শন করা হয়। ফুলের তোড়া, মিষ্টি ও চকলেট দিয়ে করোনার সঙ্গে লড়াই করা প্রথম সারির যোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হয়।
0 Comments: