বাগডোগরায় ক্রমাগত বাড়ছে চুরির ঘটনা।গতকাল দিনদুপুরে বাগডোগরার বিবেকানন্দ পল্লীর এক বাড়িতে ডাকাতি ও বুড়িবালাসন সংলগ্ন ২ বাড়িতে চুরির পর শুক্রবার রাতে আপার বাগডোগরার প্রসিদ্ধ ডারাগাঁও বুদ্ধমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
মন্দিরের তালা ভেঙে দানপাত্র লুঠ করা হয়। মন্দির থেকে দূরে দানপাত্র ফাঁকা করে পালিয়ে যায় দুস্কৃতিরা ঘটনার খবর পেয়ে বাগডোগরা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।গোটা ঘটনায় নেশাগ্রস্থদের হাত থাকতে পারে বলে অনুমান এলাকাবাসীরা।
0 Comments: