শিলিগুড়ি সংলগ্ন হিমুল এলাকার ত্রিপালি জোত, বানিয়াখাড়ি এলাকায় মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনের অধিকর্তারা অভিযান চালিয়ে বিভিন্ন রকম জাল ৫০০ বস্তা জৈব সার সহ সুশীল রায় নামে এক ব্যক্তিকে আটক করে।
জাল সারের আনুমানিক ওজন ২০০০ কেজির উপরে বলে সূত্রের খবর। এদিনের এই অভিযান হিসেবে পুলিশের অনুমান সেখানে একটি ফ্যাক্টরি পর্যন্ত রয়েছে আর সেখানেই তৈরি হচ্ছে এমন কিছু দু-নম্বরী জাল জৈব সার। এই জাল জৈব সারের জন্য আগামীতে বেশকিছু বিষয়ে ক্ষতির সম্মুখীনে পরতে পারে কৃষকদের। পরে ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
0 Comments: