Sunday, July 4, 2021

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রমাগত পুলিশের অভিযান খড়িবাড়ি জুড়ে

মাদকমুক্ত সমাজ গড়তে ক্রমাগত পুলিশের অভিযান খড়িবাড়ি জুড়ে

 মাদকের বিরুদ্ধে ক্রমশ শক্ত হাতে প্রতিহত করছে দার্জিলিং জেলা পুলিশ। প্রায় প্রতিদিনই জেলা পুলিশের বিরুদ্ধে এলাকায় গোপন ডেরা থেকে উদ্ধার হচ্ছে মাদকদ্রব্য। এই মত শনিবার গভীর রাতে ৬০গ্রাম ব্রাউন সুগার ও ৫০ বোতল কাফ সিরাপ সহ ২ যুবককে গ্রেফতার করা হয়। 

গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির পানিট‍্যাঙ্কির গৌড়সিং জোতে অভিযান চালায় খড়িবাড়ি পুলিশ। ধৃতরা হল দীপক দাস ও উজ্জ্বল মাহাতো, দুজনেই পানিট‍্যাঙ্কির বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এর আগেও খড়িবাড়ি পুলিশ পানিট‍্যাঙ্কি এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: