মাদকের বিরুদ্ধে ক্রমশ শক্ত হাতে প্রতিহত করছে দার্জিলিং জেলা পুলিশ। প্রায় প্রতিদিনই জেলা পুলিশের বিরুদ্ধে এলাকায় গোপন ডেরা থেকে উদ্ধার হচ্ছে মাদকদ্রব্য। এই মত শনিবার গভীর রাতে ৬০গ্রাম ব্রাউন সুগার ও ৫০ বোতল কাফ সিরাপ সহ ২ যুবককে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়িবাড়ির পানিট্যাঙ্কির গৌড়সিং জোতে অভিযান চালায় খড়িবাড়ি পুলিশ। ধৃতরা হল দীপক দাস ও উজ্জ্বল মাহাতো, দুজনেই পানিট্যাঙ্কির বাসিন্দা। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। এর আগেও খড়িবাড়ি পুলিশ পানিট্যাঙ্কি এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে।
0 Comments: