Sunday, July 4, 2021

কাস্তেচেরার গননা করল ঐরাবত সংগঠন

কাস্তেচেরার গননা করল ঐরাবত সংগঠন

 বর্ষা আসতেই নকশালবাড়ির প্রাচীন বিভিন্ন গাছে বাসস্থানের খোঁজে আসে কাস্তেচেরার দল। অনেকটা বক মনে হলেও কাস্তেচেরার পরিচয় মুখে কালো দাগের আবরণ।

কাস্তেচেরার গননা করল ঐরাবত সংগঠন


 রবিবার পরিবেশ প্রেমী সংগঠন ঐরাবতের পক্ষ থেকে কাস্তেচেরার গননা করা হয়। কাস্তেচেরার ২০০টি পাখি নকশালবাড়ি বিভিন্ন স্থানে দেখা যায় এই গননায়।

কাস্তেচেরার গননা করল ঐরাবত সংগঠন


 পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির গননা করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সিকে ছেত্রী, অভিযান সাহা, সত‍্যজিৎ মন্ডল, প্রনয় চৌধুরী।

Previous Post
Next Post

post written by:

0 Comments: