বর্ষা আসতেই নকশালবাড়ির প্রাচীন বিভিন্ন গাছে বাসস্থানের খোঁজে আসে কাস্তেচেরার দল। অনেকটা বক মনে হলেও কাস্তেচেরার পরিচয় মুখে কালো দাগের আবরণ।
রবিবার পরিবেশ প্রেমী সংগঠন ঐরাবতের পক্ষ থেকে কাস্তেচেরার গননা করা হয়। কাস্তেচেরার ২০০টি পাখি নকশালবাড়ি বিভিন্ন স্থানে দেখা যায় এই গননায়।
পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখির গননা করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সিকে ছেত্রী, অভিযান সাহা, সত্যজিৎ মন্ডল, প্রনয় চৌধুরী।
0 Comments: