Sunday, July 4, 2021

হাতিঘিসায় অনিল সাহার স্মরণসভা পালন করল সিপিএম

হাতিঘিসায় অনিল সাহার স্মরণসভা পালন করল সিপিএম

 বামপন্থী আন্দোলনের নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন সভাধিপতি অনিল সাহার মৃত্যুর পর রবিবার স্মরণসভা আয়োজন করা হয়। নকশালবাড়ির হাতিঘিসায় স্মরণসভায় উপস্থিত ছিলেন সিটু নেতা গৌতম ঘোষ, বামপন্থী নেতা মাধব সরকার, রাধাগোবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। অনিল সাহার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: