Saturday, July 3, 2021

নকশালবাড়ি অর্ড বাগানে দূর্ঘটনা, আহত চালক

নকশালবাড়ি অর্ড বাগানে দূর্ঘটনা, আহত চালক

 নকশালবাড়ি ব্লকের অর্ড চাবাগান থেকে নকশালবাড়ি বাজার আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলে পড়ল একটি চারচাকার গাড়ি। ঘটনা গুরুতর জখম হয়ে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ির চালক।

 স্থানীয় সূত্রে খবর, ভারি বৃষ্টির জেরে বাঁক ঘোরাতে গিয়ে এই দূর্ঘটনা। তবে গাড়ির  অবস্থা দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে এবং আহত চালককে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: