ফের মাদকের বিরুদ্ধে কড়া পুলিশ প্রশাসন। বুধবার ভোররাতে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৫০গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে খড়িবাড়ি পুলিশ।
ধৃতের নাম প্রবীণ লামা(২৬) বাড়ি নেপাল। পানিট্যাঙ্কির ওভারব্রিজ থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
0 Comments: