নকশালবাড়িতে সেঞ্চুরি হতে ২৮ পয়সা দূরে পেট্রোল। রাজ্যে বিভিন্ন জেলায় ইতিমধ্যে সেঞ্চুরির গন্ডি পেরিয়ে গিয়েছে পেট্রোলের। নাভিশ্বাস দেখা দিয়েছে আম জনতার।
এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ শুরু করেছে তৃণমূল নেতৃত্ব থেকে বামপন্থীরা।
গোরুর গাড়ি থেকে শুরু করে কেক কেটে প্রতিবাদ জানাচ্ছে অনেকেই।
নকশালবাড়িতে গতকাল ৪১ পয়সা বাড়ার পর সোমবার ফের ৩৯পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম।
0 Comments: