Sunday, July 4, 2021

পেট্রোলের দাম বৃদ্ধি, কেক কেটে ও ভ‍্যানে মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ তৃণমূলের

পেট্রোলের দাম বৃদ্ধি, কেক কেটে ও ভ‍্যানে মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ তৃণমূলের

 সেঞ্চুরির গন্ডি পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। গোটা রাজ‍্যে পেট্রোলের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে। 

এই অবস্থায় পেট্রোলের দামবৃদ্ধি নিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ করল তৃণমূল যুবরা। রবিবার বাগডোগরা দলীয় কার্যালয় থেকে ভ‍্যানে মোটরসাইকেল নিয়ে ও সেঞ্চুরি পেট্রোল কেক কেটে, পেট্রোল ভরতে আসা মানুষের মুখে কেক খাইয়ে বিক্ষোভ মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। 

পেট্রোলের দাম বৃদ্ধি, কেক কেটে ও ভ‍্যানে মোটরসাইকেল নিয়ে প্রতিবাদ তৃণমূলের


নকশালবাড়ি ব্লক-১ যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা বাগডোগরা এশিয়ান হাইওয়ে জাতীয় সড়কে একশো পার পেট্রোলের বিরুদ্ধে প্রতিবাদ করে। মোদী সরকার ধিক্কার শ্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।

 যুব তৃণমূল নেতা জেপি কানারিয়া জানান, পেট্রোল সেঞ্চুরি হয়েছে। করোনায় মানুষের কাছে টাকা নেই আর দেশে সেঞ্চুরি পার পেট্রোলের দাম। পেট্রোলের ওপর ভরতুকি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 স্বাগত ঘোষ পেট্রোলের মূল‍্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: