শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে অক্সিজেন পেল তৃণমূল। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিল ২১৭ বিজেপি পরিবার।
এদিন খড়িবাড়ির বিন্নাবাড়ি অঞ্চলের ভেল্কু জোতে বিজেপি রানিগঞ্জ বিন্নাবাড়ি মন্ডল সহ-সভাপতি বিকাশ বর্মন, প্রাক্তন বিজেপি পঞ্চায়েত সদস্যা মামনি বর্মন, মন্ডলের মহিলা সম্পাদিকা মমতাবালা বর্মন ও কয়েকজন শক্তিকেন্দ্রের প্রমুখরা এদিন তৃণমূলে যোগদান করেন।
গৌতম দেব জানান, এই যোগদানে দল শক্তিশালী হবে। আমরা সকলকে একই ছাতার তলায় সংগঠিত করতে চাই।
উপস্থিত ছিলেন খড়িবাড়ি ব্লক সভাপতি হিরন্ময় রায়, চেয়ারম্যান বাসুদেব রায় সহ অন্যান্যরা।
0 Comments: