রাজ্য জুড়ে মহিলাদের নির্যাতন, ধর্ষণ ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলার গ্রেফতারের এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে হেনস্থার প্রতিবাদে বুধবার খড়িবাড়ির জাতীয় সড়ক পথ অবরোধ বিজেপি রানিগঞ্জ-বিন্নাবাড়ি মহিলা মোর্চা।
এদিন বাতাসীর জাতীয় সড়কে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এ বিষয়ে মহিলা সভানেত্রী মনীষা সরকার জানান, মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এই রাজ্যে মহিলাদের সম্মান রক্ষা কোথায়? রাজ্যে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, টেনে হেঁচড়ে খুন করা হচ্ছে।
0 Comments: