Sunday, October 3, 2021

মিনি ইন্ডিয়া 'ভবানীপুর' রেকর্ড গড়লেন স্বয়ং মমতা

 

মিনি ইন্ডিয়া 'ভবানীপুর' রেকর্ড গড়লেন স্বয়ং মমতা
অবশেষে মমতা, মমতা আর মমতা।  ভবানীপুর উপনির্বাচনের ফলপ্রকাশের  রেকর্ড মার্জিনে জিতে বিরোধীদের দেখিয়ে দিলেন ২৪শে বিরোধী আসনে প্রধান মুখ একমাত্র তিনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে হারের পর সূর উঠেছিল তৃণমূল কংগ্রেসে গদ্দারদের দেখিয়ে দিতে।

 ৩রা অক্টোবর দেখিয়ে দিল ভবানীপুরের মানুষ। মিনি ইন্ডিয়া হিসেবে পরিচিত ভবানীপুরে ৫৮৮৩৫ ভোটে জয়ী হয়ে হব রেকর্ড ভাঙলেন মমতা। ২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছেন ২৮৭১৯ ভোটে।  ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯,৯৩৬ ভোটে৷ আর ২০১১-র উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৫৪,২১৩ ভোটে৷ কিন্তু এবার পুরানো রেকর্ডও নিজেই ভবানীপুরের উপনির্বাচনে ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: