সেই উদয়নের ওপর ভরসা রাখলেন মমতা। ভবানীপুর নির্বাচনে রেকর্ড গড়ে আগামী দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করা সেনাপতি উদয়ন গুহকে প্রার্থী হিসেবে মনোনীত করলেন দলনেত্রী। একুশের নির্বাচনে বিজেপি প্রার্থী নীশিথ প্রামানিকের কাছে মাত্র ৫৭ ভোটে হারেন উদয়ন।
কিন্তু নিশীথ বিধায়কপদ ত্যাগ করতেই উপনির্বাচনের ঘন্টা বেজে ওঠে। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। দিনহাটার রয়েছে একই দিনের নির্বাচন। তৃণমূল প্রার্থী দিলেও বিজেপি এখনো ঘোষণা করেনি তাদের প্রার্থী পদ।
0 Comments: