নেপালে পাচারের আগে সম্বর প্রজাতির হরিণ-এর শিং সহ গ্রেফতার অসমের এক পাচারকারী। ধৃতের নাম রুবিন টুডু(২১), অসমের কোকরাঝাড়ের ভরতনগরের বাসিন্দা। শনিবার খড়িবাড়ির সিঙ্গিয়া জোত থেকে ধৃতকে আটক করে এসএসবি ভাতগাঁও জওয়ানরা।
পরে ধৃতকে নকশালবাড়ি টুকরিয়াঝাড় বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের কাছে থেকে ৫টি সম্বর প্রজাতির হরিণ এর শিং উদ্ধার করা হয়েছে। উদ্ধার সামগ্রীর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। ধৃতকে পরে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় বনবিভাগ।
আগামীকাল ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হবে। কোথা থেকে এই শিং এল তা তদন্ত শুরু করেছে বনদপ্তর।
0 Comments: