Friday, January 28, 2022

রক্তদান শিবিরের আয়োজন থানঝোড়া তৃণমূল বুথ কমিটির

রক্তদান শিবিরের আয়োজন থানঝোড়া তৃণমূল বুথ কমিটির

 রক্তের সংকট মেটাতে এবার চা-বাগানে রক্তদান শিবিরের আয়োজন করল খড়িবাড়ি ব্লকের থানঝোড়া তৃণমূল কংগ্রেস বুথ ইউনিট। শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রক্ত বিভাগের সহযোগিতায় মহিলা-শ্রমিক-যুব সহ অন্যান্য সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। 

এদিন মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহীত হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ দাস, বুড়াগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি প্রদীপ মিশ্র, বুথ সভাপতি বুদ্ধদেব গুহ সহ অন্যান্যরা। 

আগামী দিনে রক্তের সংকট মেটাতে ফের এই ধরনের রক্তদান শিবির আয়োজন করা হবে বলে সুরজিৎ দাস জানান।

Previous Post
Next Post

post written by:

0 Comments: