Sunday, January 23, 2022

নেতাজীর জন্মদিনে রক্তদান ও স্বাস্থ্য শিবির করল বুড়াগঞ্জ তৃণমূল যুব কংগ্রেস


 নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে ও রক্তের সংকট মেটাতে রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ ক্ষেত্রসিং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল বুড়াগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস।



 এদিনের শিবিরে একদিকে রক্তদান শিবিরে পুরুষ থেকে মহিলা এবং অন‍্যদিকে সুগার পরীক্ষা, রক্তপরীক্ষা, করোনা পরীক্ষা ও লিভার পরীক্ষার মতো স্বাস্থ্য পরীক্ষা আয়োজন হয়।


 ৫০ রক্তের লক্ষ‍্যমাত্রা নিয়ে এই ক‍্যাম্পে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের স্বর্তঃফুত অংশগ্রহণ দেখা যায়। উপস্থিত ছিলেন খড়িবাড়ি যুব তৃণমূল সভাপতি কিশোরী মোহন সিংহ, অঞ্চল যুব সভাপতি জয়ন্ত এক্কা, ছাত্র চেয়ারম্যান অরিজিৎ দেবনাথ, প্রদীপ মিশ্র সহ অন্যান্যরা।

Previous Post
Next Post

post written by:

0 Comments: