Saturday, January 22, 2022

বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ২

বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেফতার ২

 প্রজাতন্ত্র দিবসের আগে মুরি বস্তাবন্দি করে গাঁজা পাচারের আগে গ্রেফতার ২। বিহারের মাদক পাচারের আগে ২ পাচারকারীকে গ্রেফতার করে খড়িবাড়ি পুলিশ। কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের আগে খড়িবাড়ির সিঙ্গিয়া জোত এলাকায় পুলিশে জালে দুই পাচারকারী।

 ধৃতরা রবি বর্মন ও সুশান্ত অধিকারী, ধৃতরা কোতয়ালী কোচবিহারের বাসিন্দা। ধৃতদের কাছে থেকে ১৪কেজি ২৮৩গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পাঠায়। উদ্ধার মাদকের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: