Sunday, January 23, 2022

নকশালবাড়ি নেতাজী আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করল সিপিএম

 

নকশালবাড়ি নেতাজী আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করল সিপিএম
নকশালবাড়ির নেতাজীর আবক্ষ মূর্তিতে মাল‍্যদান করল সিপিএম নকশালবাড়ি এরিয়া কমিটির সদস্যরা। এদিন মাল‍্যদান ও পুস্পস্তবক অর্পণ করার পর জেলা কমিটির সদস্য গৌতম ঘোষ জানান, নেতাজীকে শ্রদ্ধা নিবেদন বিজেপি স‍রকারের ঘনীতা। 

প্রধানমন্ত্রী নেতাজীকে রাজনৈতিক কারণে ব‍্যবহার করার চেষ্টা করছেন। শুধুমাত্র বামপন্থীরা নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে পারে। দেশপ্রেম দিবস পালন করার কথা বলা হলেও তা পালন হচ্ছে না। রাজ‍্যের সরকার ও নিরব। নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তীর এক বছর শেষ হলেও নেতাজীর আর্দশ, নীতি কোনো কিছুই পালন হল না। 

বিজেপি সরকার চমকের রাজনীতি করছে। নেতাজীর প্রতি তাদের কোনো অবদান নেই। সেই সঙ্গে কোভিড সচেতনতায় রথখোলা জুড়ে মাস্ক বিতরণ করা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: