নকশালবাড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও নকশালবাড়ি থানার সহযোগিতায় নকশালবাড়ি থানা প্রাঙ্গনে বৃহস্পতিবার নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে মোট ১০০জন চক্ষু পরীক্ষা করেন এবং এর মধ্যে ১৮জনকে অপারেশন করার জন্য চিহ্নিত করা হয়েছে। মোট ১০জনকে অপারেশনের জন্য শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ে পাঠানো হয়েছে।
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের নরেন্দ্র প্রসাদ, দেবপ্রসাদ ভৌমিক, অনিল সাহা, কৌশিক আর্চায্য ও কৃষ্ণ দাস। রোগীদের চিকিৎসার পাশাপাশি ঔষধ সরবরাহ করা হয়।
লায়ন্স ক্লাবের সম্পাদক জানান, প্রতি মাসে একবার করে এই শিবির হচ্ছে। এদিন সাধারণ মানুষ থেকে পুলিশ কর্মীরাও চক্ষু পরীক্ষা করান। আগামী মাসের ২৪ তারিক ফের নকশালবাড়ি থানায় এবং এই মাসে ৩১ জানুয়ারি পানিট্যাঙ্কিতে চক্ষু পরীক্ষা শিবির হবে।
merit casino【VIP】lotto win casino【WG】nba
ReplyDelete【 lotto winning casino】,Url:⚽【WG98.VIP】⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽,Url:⚽, 메리트카지노