Friday, January 28, 2022

তিনটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর সহ তিনজন গ্রেফতার ফাঁসিদেওয়ায়

তিনটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর সহ তিনজন গ্রেফতার ফাঁসিদেওয়ায়

 অবৈধভাবে বালি পাচারের আগে বালিবোঝাই তিনটি ট্রাক্টর আটক করল ফাঁসিদেওয়া থানার পুলিশ , ৩ জন চালক সহ এক জন বালি মাফিয়াকে গ্রেফতার করে । জানা গিয়েছে , আজ সকালে ঘোষপুকুর ফুলবাড়ী বাইপাস জাতীয় সড়কে টহল দেওয়ার সময় বালি বোঝাই ট্রাক্টর তিনটি নজরে আসে পুলিশের ।

 বৈধ নথিপত্র না মেলায় ট্রাক্টর তিনটি আটক করে পুলিশ । ট্রাক্টর তিন চালককেও গ্রেফতার করা হয় । ধৃতদের নাম , সুনীল তির্কি(৩৪), রাজেশ কুজুর(৪০), উদয় সিংহ (২৪)প্রকাশ বিশ্বাস(২৫)। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: