অবৈধভাবে বালি পাচারের আগে বালিবোঝাই তিনটি ট্রাক্টর আটক করল ফাঁসিদেওয়া থানার পুলিশ , ৩ জন চালক সহ এক জন বালি মাফিয়াকে গ্রেফতার করে । জানা গিয়েছে , আজ সকালে ঘোষপুকুর ফুলবাড়ী বাইপাস জাতীয় সড়কে টহল দেওয়ার সময় বালি বোঝাই ট্রাক্টর তিনটি নজরে আসে পুলিশের ।
বৈধ নথিপত্র না মেলায় ট্রাক্টর তিনটি আটক করে পুলিশ । ট্রাক্টর তিন চালককেও গ্রেফতার করা হয় । ধৃতদের নাম , সুনীল তির্কি(৩৪), রাজেশ কুজুর(৪০), উদয় সিংহ (২৪)প্রকাশ বিশ্বাস(২৫)। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
0 Comments: