জেলা পুলিশ সুপারের অনুপ্রেরণায় এবার এগিয়ে এলেন সিভিক কর্মী। অন্তঃসত্ত্বা এক মহিলার রক্তের প্রয়োজনে রক্ত দিলেন সিভিক ভলিন্টিয়ান কর্মী।
শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন খড়িবাড়ির মধুয়াবাড়ির বাসিন্দা জোৎস্না বর্মনের রক্তের প্রয়োজনে খবর পান নকশালবাড়ি থানার ওসি ইফতিকার উল হোসেন।
খবর পেয়ে নকশালবাড়ি থানার কর্তব্যরত সিভিক ভলিন্টিয়ান শ্যামলাল সিংহকে শিলিগুড়ির বেসরকারী হাসপাতালে পাঠান তিনি। পরে মহিলাকে রক্ত দেন শ্যামলাল। এর আগে দার্জিলিং পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর নিজেই গাড়ি চালিয়ে অন্তঃসত্ত্বা মহিলার রক্তের প্রয়োজনে ছুটে যায়।
স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের রক্তের সংকট মেটাতে উৎসর্গ কর্মসূচি আয়োজন করা হয় বিভিন্ন থানা জুড়ে।
0 Comments: