Saturday, May 7, 2022

পাচারের আগে টিয়া ও ময়না উদ্ধার করল টুকরিয়া বনদপ্তর


বিহার পাচারের আগে ২৮টি টিয়া ও ২১টি ময়না পাখি উদ্ধার করল নকশালবাড়ির টুকরিয়া বনবিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির টুকরিয়া বনবিভাগ ও নকশালবাড়ি পুলিশ নকশালবাড়ির কালুয়া জোতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। 

সবমিলিয়ে ৫০টি পাখি ও দুটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। অনুমান টিয়া ও ময়না পাখি শিকার করার পর পাচারের ছক ছিল পাচারকারীদের। উদ্ধার টিয়া ও ময়না পাখিগুলিকে মহানন্দা অভ‍্যয়ারণ‍্যে ছাড়া হবে। বাগডোগরা ভুট্টাবাড়ি থেকে জাল পেতে এই শিকার কিনা তা তদন্তে নেমেছে বনবিভাগ। এর আগেও টিয়া পাখি পাচার করতে গিয়ে বনদপ্তরের জালে অনেক পাচারকারীকে গ্রেফতার করা হবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: