Saturday, May 7, 2022

বাটাম দিয়ে খুন! আত্মসমর্পণ অভিযুক্তের ফাঁসিদেওয়ায় চাঞ্চল্য


 প্রথম স্বামীর হাতে খুন স্ত্রীর বর্তমান স্বামীর। ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের নির্মল জোতের ঘটনা। ভারতী গত ৫ বছর আগে প্রথম পক্ষের স্বামী পলাশ রায়কে ছেড়ে দ্বিতীয় পক্ষের স্বামী সাহারাম বর্মনকে বিয়ে করে। সাহারাম বর্মন কাঠের মিলের দোকান করত। গতকাল রাতে ভারতীর প্রথম পক্ষের মেয়ে বাড়িতে আসে ও মায়ের কাছে থাকার কথা জানায়। 



 সুযোগ বুঝে শনিবার পলাশ কাঠের বাটাম দিয়ে সাহারামকে মাথায় আঘাত করে। পরে তড়িঘড়ি সাহারামকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করলে মৃত্যু হয় সাহারামের। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পলাশ রায় ফাঁসিদেওয়া থানায় আত্মসমর্পণ করেন। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। অন‍্যদিকে সাহারামকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক ঘটনা ও অন্য কোনো কারণে এই খুন তা ধন্দে ফেলেছে পুলিশকে।

মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন বিধায়ক আনন্দময় বর্মন। মৃত ব্যক্তি বিজেপির শক্তিপ্রমুখ ছিলেন। রাজ‍্যজুড়ে একটার পর একটা হত‍্যা,খুন, ধর্ষণ চলছে। আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলায় এক‌ই ছবি। গতকাল আমাদের এক কর্মীর খুন করা হয়েছে। রাজ‍্যে আইনশৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে।যা পরিস্থিতি তাতে রাজ‍্যে রাস্ট্রপতি শাসন ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি তিনি। তবে পুরো ঘটনায় দোষীকে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।


Previous Post
Next Post

post written by:

0 Comments: